শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ইউপি নির্বাচনে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে ১ জন নিহত

 প্রকাশিত: ১৫:০২, ২১ জুন ২০২১

ভোলায় ইউপি নির্বাচনে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে ১ জন নিহত

ভোলার চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই মেম্বর প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষ হামলা ও ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। এ সময় গুলিতে মনির মাঝি (২৫) নামে এক যুবক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ রাবার বুলেট ছুরে। এছাড়াও চরফ্যাসনের আরো কয়েকটি ইউনিয়নের নির্বাচনে বিক্ষিপ্ত সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১ টার দিকে চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরফকিরা এলাকায় মেম্বার প্রার্থী ইয়াসিন মাঝি ও রুহুল আমিন দালালের মধ্যে ধাওয়া পাল্টা ও সংর্ঘষ হয়। এক পর্যায়ে গুলিতে বশির সিকদারের পুত্র মনির মাঝি নামে এক যুবক গুলি বিদ্ধ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ রাবার বুলেটের গুলি ছুরে। এদিকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গুলি বিদ্ধ যুবককে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: