বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাসানচরে যেতে প্রস্তুত রোহিঙ্গারা

 প্রকাশিত: ১৭:৩৭, ১৮ অক্টোবর ২০২০

ভাসানচরে যেতে প্রস্তুত রোহিঙ্গারা

মিয়ানমারে থাকা অবস্থায় প্রতিনিয়ত থাকতেন আতঙ্কে। নিপীড়ন-নির্যাতনে কেটেছে কয়েক যুগ। তারপরও মেলেনি কোনো স্বস্তি। অবশেষে মিয়ানমার সামরিক বাহিনীর লাগাতার নির্যাতনে নিজ দেশও ছাড়তে হলেন রোহিঙ্গারা। ঠাঁই হলো তাদের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে।

সেখানেও নানা চরাই-উৎরায়ে তাদের কেটে গেছে কয়েক বছর। কিন্তু মিলছে না কোনো স্বস্তির ঠিকানা। এমন অবস্থায় সেই রোহিঙ্গাদের কথা চিন্তা করেই বাংলাদেশ সরকার নিয়েছে নানামুখী পদক্ষেপ। এরই অংশ হিসেবে নোয়াখালীর ভাসানচরে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক শহর।

এরইমধ্যে সেই শহরের সুখবর পৌঁছে গেছে রোহিঙ্গাদের কাছে। আধুনিক নাগরিকের সব প্রকার সুযোগ সুবিধা সম্বলিত এ শহরটিতে যেতে মানসিকভাবে প্রস্তুতি নিতেও শুরু করেছেন রোহিঙ্গারা।

ভাসানচরে এখন সারি সারি সুদৃশ্য ঘর। এই চরে এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থানান্তর করতে চায় বাংলাদেশ সরকার। সে লক্ষ্যে আবাসন, সাইক্লোন শেল্টার, বেড়িবাঁধ, অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ, স্কুল, খেলার মাঠ, পুকুর, মসজিদ, গার্ডেন, সোলার সিস্টেম, বনায়নসহ বিভিন্ন উন্নয়ন কাজের মাধ্যমে দ্বীপটিকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। উত্তাল সমুদ্রপথে চলাচলের সময় দূর থেকে মাথা উঁচু করা চারতলা ভবনগুলো চোখে পড়ছে। এ যেন ছোটখাটো এক আধুনিক শহর।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: