বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারি তুষারপাতের মধ্যেই চলছে বরফ নিয়ে খেলা

 প্রকাশিত: ১১:২৬, ১৪ জানুয়ারি ২০২১

ভারি তুষারপাতের মধ্যেই চলছে বরফ নিয়ে খেলা

বরফের আস্তরণে ঢাকা পড়ল স্পেনের রাজধানী। কয়েকদিন আগেই মাদ্রিদে ভয়াবহ তুষার ঝড়, ফিলোমেনার শ্বেত শুভ্র আচ্ছাদন দেখতে পাওয়া গেল। এরইমধ্যে সেই তুষারপাতের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে, দিব্য স্নো বল ছোড়াছুড়ি করছেন মাদ্রিদবাসী। ফিলোমেনার প্রকোপ এ ট্রেন স্টেশনে, বিমানবন্দরে এবং অনেক গাড়ি নিয়ে আটকে পড়ে যান বরফের মধ্যে। গত এক দশকে, এই রকমের ঝড়ের মুখোমুখি হয়নি স্পেন। যার জন্য স্প্যানিশ মিলিটারির উদ্ধার টিম বরফে ফেঁসে থাকা সাধারণ মানুষকে বাঁচাতে নেমে পড়ে রাস্তায়। 

এই মৌসুমে, হাতে হাতে ছোটো বড় স্নো বল নিয়ে একে অপরের দিকে খেলার ছলে ছুঁড়ে মারছে মাদ্রিদের তরুণ-তরুণীরা। কেউ কেউ হাতে ডাস্টবিন আর কাঠের আসবাব পত্র নিয়েও যোগদান করেছে এই খেলায়। যদিও পরে এই খেলার ইতি ঘটল মিলিটারির উদ্ধার টিম এসে হাজির হওয়ায়। ১৯৮০ সালের পরে বোধহয় এতো ভয়ানক কোনো ঝড়ের মুখ দেখল স্পেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: