শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার

 প্রকাশিত: ১১:৪৩, ১১ আগস্ট ২০২০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার

মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হওয়ার পরও শারীরিক অবস্থা সংকটাপন্ন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। মস্তিস্কে রক্তজমাটের পাশাপাশি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন সাবেক এই রাষ্ট্রপ্রধান। বর্তমানে তাকে দিল্লির একটি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিলো। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় একটি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। আগামী ৯৬ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন এই রাষ্ট্রপতি। পরে তার ডান হাত তুলতে অসুবিধা হচ্ছিলো বলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে রুটিন পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। যদিও তার শরীরে কোনো উপসর্গ ছিলো না। 

এদিকে প্রণব মুখার্জির শারীরিক পরিস্থিতি সম্পর্কে তার কন্যা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জির সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। এছাড়া প্রাক্তন এই রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশটির শীর্ষ স্থানীয় নেতারা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: