বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের ভিত্তিহীন দাবিতে সংঘাত বাড়তে পারে: চীন

 প্রকাশিত: ০৮:৫৮, ১৩ অক্টোবর ২০২১

ভারতের ভিত্তিহীন দাবিতে সংঘাত বাড়তে পারে: চীন

চীন সোমবার ভারতের দাবিকে ‘অযৌক্তিক ও অবাস্তব’ বলে অভিযুক্ত করেছে এবং দেশটিকে পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা না করার আহবান জানায়। রোববার দুই পক্ষের কর্পস কমান্ডার-স্তরের আলোচনার ১৩ তম বৈঠক ভেস্তে যাওয়ার পরে চীন এই মন্তব্য করে।

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল লং শাওহুয়ার মতে, মোল্ডো-চুশুল সীমান্ত বৈঠক পয়েন্টে চীনের পক্ষ থেকে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর এক বিবৃতিতে লং বলেন, চীন সীমান্ত পরিস্থিতি সহজ ও স্বাভাবিক করার জন্য ব্যাপক প্রচেষ্টা করেছে এবং দুই সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের সার্বিক অবস্থা বজায় রাখার প্রতি আন্তরিকতা প্রদর্শন করেছে। ‘তবে, ভারত এখনও অযৌক্তিক এবং অবাস্তব দাবির উপর জোর দিয়েছিল, যা আলোচনাকে আরও কঠিন করে তুলেছিল,’ তিনি বলেছিলেন। জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় চীনের সংকল্প দৃঢ় বলে উল্লেখ করে লং বলেন, ভারতকে চীন-ভারত সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি লালন করতে এবং দুই দেশ এবং সামরিক বাহিনীর মধ্যে প্রাসঙ্গিক চুক্তি ও ঐকমত্য মেনে চলার আহবান জানান। মুখপাত্র আশা প্রকাশ করেছেন যে, ভারত আন্তরিকতা দেখাবে, পদক্ষেপ নেবে এবং চীনের সাথে যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: