শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের উড়িষ্যা ও আসাম রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে

 প্রকাশিত: ২০:০৯, ৮ আগস্ট ২০২০

ভারতের উড়িষ্যা ও আসাম রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে

ভারতের উড়িষ্যা ও আসাম রাজ্যে দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির পৃথক দুই রাজ্যে ভিন্ন মাত্রার এই ভূমিকম্প দু’টি আঘাত হানে।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, উড়িষ্যায় স্থানীয় সময় সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৮। বেরামপুরের দক্ষিণ-পশ্চিমে ৭৩ কিমি দূরে ছিল কম্পনের উৎসস্থল। এছাড়া আসামে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। এটির উৎসস্থল ছিল রাজ্যটির সোনিতপুর জেলা।

ভূমিকম্পের মাত্রা কম থাকায় উভয় রাজ্যের কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। 

এদিকে ধারাবাহিকভাবে দেশটির বিভিন্ন স্থানে কম্পনের ফলে তীব্র মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: