মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের আসামে ভয়াবহ বজ্রপাতে ১৮টি বন্য এশীয় হাতির মৃত্যু

 প্রকাশিত: ২১:৪৪, ১৪ মে ২০২১

ভারতের আসামে ভয়াবহ বজ্রপাতে ১৮টি বন্য এশীয় হাতির মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বজ্রপাতে ১৮টি বন্য এশীয় হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। স্থানীয় গ্রামবাসীরা বৃহস্পতিবার ১৪টি প্রাপ্তবয়স্ক হাতির মৃতদেহ পান। পরবর্তীতে কুণ্ডলী রিজার্ভ ফরেস্ট এলাকার পাদদেশে আরও চারটি হাতির মৃতদেহ মেলে বলে জানান স্থানীয় বন্যপ্রাণী অধিদপ্তরের কর্মকর্তা এম কে ইয়াদাভা।

সংরক্ষিত এ বনাঞ্চলটি আসামের রাজধানী দিসপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৮টি হাতির মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

বজ্রপাতে হাতিগুলোর মৃত্যু হতে পারে বলে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত মিললেও বিষ প্রয়োগ বা রোগে কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে ময়নাতদন্ত দরকার। হাতিগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে ওই এলাকায় পোড়া গাছ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন এক বনরক্ষী। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: