বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

ব্রেকিং

জাপানে কোলেস্টেরল কমানোর ওষুধ খেয়ে দু’জনের মৃত্যু, হাসপাতালে ১০০ ঈদের ছুটির আগে সব সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত নোয়াখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলী হামলায় নিহত ১২ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে : শিক্ষামন্ত্রী ইসরায়েলের ট্যাংক গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে গাজায় হতাহতের সংখ্যা অনেক বেশি: ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন যশোরে গ্রেফতার গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ; হতাহত অনেক

জাতীয়

ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেসে’ এলো ২শ টন অক্সিজেন

 প্রকাশিত: ১৬:৪৮, ২৫ জুলাই ২০২১

ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেসে’ এলো ২শ টন অক্সিজেন

সিরাজগঞ্জে খালাস করা হচ্ছে ভারত থেকে আসা ২০০ টন অক্সিজেন। রোববার বেলা পৌনে ১১টার দিকে ১০ কন্টেইনার অক্সিজেন নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে প্রবেশ করেছে। 

গত শনিবার ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে দশ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। রাত ১০টায় ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

জানা গেছে, এই ২০০ টন তরল অক্সিজেন এখন খালাস করা হচ্ছে। এরপরই খালাস করা অক্সিজেন লরিতে করে ঢাকায় নেওয়া হবে।

শনিবার ভারতের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

ভারতের তথ্য অধিদফতর আরো জানায়, ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এ বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এবারই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। 

গত ২৪ এপ্রিল থেকে ভারতীয় রেলওয়ের এ বিশেষ ট্রেন সেবা চালু হয়। দেশটিতে এখন এ রকম অন্তত ৪৮০টি ট্রেন রয়েছে। এপ্রিলে চালু হওয়ার পর এসব ট্রেনের মাধ্যমে ৩৬ হাজার ৮৪১ টন তরলীকৃত মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: