বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে দুর্গা বিসর্জন সময় তুমুল উত্তেজনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

 প্রকাশিত: ১৬:৫১, ২৮ অক্টোবর ২০২০

ভারতে দুর্গা বিসর্জন সময় তুমুল উত্তেজনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ভারতের বিহারের মুঙ্গেরে দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে গুলিবিদ্ধ হয়ে অনুরাগ পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার।

গত সোমবার দিবাগত মধ্য রাতের ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বেধড়ক লাঠিচার্জ করার পাশপাশি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্য গুলিবর্ষণের ঘটনার কথা অস্বীকার করেছে।

এদিকে আজ বুধবার রাজ্যটিতে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে ওই ঘটনায় কার্যত ব্যাকফুটে চলে গেছে জেডিইউ-বিজেপি। মুখ পুড়েছে রাজ্য সরকারের।

প্রধান বিরোধীদল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাজ্যের ক্ষমতাসীন জেডিউ-বিজেপি জোট সরকারের সমালোচনা করে বলেন, ‘যারা দুর্গা মায়ের ভক্তদের উপরে এভাবে লাঠিচার্জ করে তাদের ক্ষমা করা যায় না।’
তিনি হাইকোর্টের বর্তমান বিচারপতির নেতৃত্বে ওই ঘটনার তদন্ত দাবি করেছেন। একইসঙ্গে অবিলম্বে পুলিশের এসপি ও কালেক্টরকে সাসপেন্ড করার দাবি তুলেছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: