শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে চারদিনের মধ্যে আবারো একটি করোনা সেন্টারে অগ্নিকাণ্ড

 প্রকাশিত: ১১:১২, ৯ আগস্ট ২০২০

ভারতে চারদিনের মধ্যে আবারো একটি করোনা সেন্টারে অগ্নিকাণ্ড

ভারতে চারদিনের মধ্যে আবারো একটি করোনা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আহমেদাবাদের পরে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো অন্ধ্রপদেশে। সেখানে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।

রবিবার সকাল পাঁচটায় অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ স্বর্ণ প্যালেস নামের ওই হোটেলটি ভাড়া করে সেখানে করোনা আক্রান্তদের চিকিৎসা চালাচ্ছিল। দুর্ঘটনার সময় সেখানে ৩০ কোভিড রোগী ও ১০ স্টাফ ছিলেন।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ঘটনা ঘটেছে ৫টার দিকে। হাসপাতালে ২২ জনের মতো রোগীর চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হোটেলটিতে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: