বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতীয় সাবমেরিনের বিরুদ্ধে জলসীমা লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের

 প্রকাশিত: ২০:১৫, ২০ অক্টোবর ২০২১

ভারতীয় সাবমেরিনের বিরুদ্ধে জলসীমা লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানের নৌবাহিনী দাবি করেছে, তারা তাদের আঞ্চলিক জলসীমায় ভারতের একটি সামরিক সাবমেরিন শনাক্ত করে ঠেকিয়ে দিয়েছে। মঙ্গলবার পাকিস্তানের বিবৃতিতে জানানো হয়, এই সপ্তাহের শুরুর দিকে এই ঘটনা ঘটে। ২০১৬ সালের পর তৃতীয়বারের মতো ভারতীয় সাবমেরিনের বিরুদ্ধে জলসীমা লঙ্ঘনের অভিযোগ তুললো পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, গত শনিবার রাতে ভারতীয় সাবমেরিনটি শনাক্ত করা হয়। তবে ইসলামাবাদের দাবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি দিল্লি।

মঙ্গলবার ভারতীয় সাবমেরিনের বিরুদ্ধে তৃতীয়বারের মতো জলসীমা লঙ্ঘনের অভিযোগ আনলো পাকিস্তান। এর আগে ২০১৬ সালের নভেম্বরে এবং ২০১৯ সালের মার্চে এই অভিযোগ আনে পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী বিবৃতির পাশাপাশি একটি ডিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে ভারতীয় সাবমেরিনটিকে পাকিস্তানের উপকূলীয় শহর করাচি থেকে প্রায় ২৮৩ কিলোমিটার দূরে দেখানো হয়েছে। ওই এলাকাটি পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অন্তর্ভুক্ত।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: