বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতকে সমরে রুখতে প্রস্তুত চীন

 প্রকাশিত: ০৭:২২, ১৫ অক্টোবর ২০২১

ভারতকে সমরে রুখতে প্রস্তুত চীন

তাইওয়ান প্রণালীতে চীনের বর্ধিত সামরিক তৎপরতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে খবরের শিরোনাম দখল করলেও এর পশ্চিমে হাজার হাজার মাইল দূরে, ২ হাজার ৮শ’ মাইল দূরে এবং সম্পূর্ণ ভিন্ন পরিবেশে চীনের আরেকটি সীমান্তে বিরোধ ক্রমেই চরম আকার ধারণ করছে। চীনের মতে, তাদের সাথে অন্যান্য অঞ্চলগুলোর সীমান্ত বিরোধের মূলে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি কেন এখন উত্তপ্ত, এ প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছে, ‘(ভারত) দেখছে যে, ওয়াশিংটন নয়াদিল্লিকে অত্যন্ত গুরুত্ব দেয়, যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায়ই ভারত সরকারের সঙ্গে আলাপচারিতা করেছেন এবং চীনের প্রবৃদ্ধিকে ব্যর্থ করে দেয়ার পরিকল্পনাটি যৌথভাবে আলোচনা করেছেন।’ 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: