বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

ভাঙ্গায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু

 প্রকাশিত: ১২:৪৪, ২০ জুন ২০২১

ভাঙ্গায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু

ভাঙ্গা পৌর এলাকায়  করোনার ভয়াভহতা দেখা দিয়েছে ।  করোনা ভাইরাসের  পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙ্গা পৌরসভায় ৭ দিনের জন্য কঠোর বিধি নিষেধ জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন। ২১ জুন সকাল ৬টা থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত এ বিধি নিষেধ বলবত থাকবে।

 বিধি নিষেধের মধ্যে ভাঙ্গা পৌর এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সকল সাপ্তাহিক হাট, পশুর হাট, সিনেমা হল, ভ্রাম্যমান ফাস্টফুড, স্ট্রিট ফুড, এলাকাভিত্তিক মুদি ও চায়ের দোকান বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্য বিধি মেনে কাঁচা বাজার ও হাসপাতাল কেন্দ্রীক ওষুধের দোকান খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল ও মিষ্টির দোকান বন্ধ থাকবে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে খোলা থাকবে।  
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন আরো  বলেন, জনস্বার্থে জারিকৃত এ বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: