শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বড় ব্যবধানে পিছিয়ে থেকেও জয়ের আশায় ব্ল্যাকউড

 প্রকাশিত: ১১:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২১

বড় ব্যবধানে পিছিয়ে থেকেও জয়ের আশায় ব্ল্যাকউড

প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও চট্টগ্রাম টেস্টে নিজেদের ভালোই সম্ভাবনা দেখছেন ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন ব্ল্যাকউড।

নিজেদের প্রথম ইনিংসে অধিনায়ক ব্রাথওয়াইটের (৭৮) পর দ্বিতীয় সর্বোচ্চ রান এ মিডল অর্ডার ব্যাটসম্যানের।

যদিও বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৩ রান করেছিলেন ব্ল্যাকউড।  কিন্তু চট্টগ্রাম টেস্টে নেমে ৬৮ রানের বীরোচিত এক ইনিংস খেলেন তিনি।
 
বলতে গেলে প্রথম ইনিংসে তিনিই ওয়েস্ট ইন্ডিজের হয়ে যা একটু লড়াই করলেন।  তার বিদায়ের পর হুড়মুড় করে ভেঙে পড়ে উইন্ডিজের প্রতিরোধ। 

আত্মবিশ্বাসের কারণেই এমন ইনিংস খেলতে পেরেছেন বলে মনে করেন ব্ল্যাকউড। 

তৃতীয় দিনের খেলা শেষে নিজের শুক্রবার  ইনিংস নিয়ে ব্ল্যাকউড বলেন, ‘প্রস্তুতি ম্যাচে আমি রান পাইনি। খেলোয়াড় হিসাবে আত্মবিশ্বাস থাকতে হবে। ম্যাচের আগে আমার চিন্তায় ছিল, আমি প্রস্তুত।  নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন প্রায় একইরকম। সেখানে বলে অনেক বাউন্স থাকে, গতি থাকে। কিন্তু এখানে অনেক বেশি স্পিন হয়। আমরাও জানতাম স্পিন সামলাতে হবে। যত বেশি সম্ভব সামনে রেখে খেলার চেষ্টা করেছি।’

অবশ্য ৬৮ রানকে সেঞ্চুরির দিকে এগিয়ে নিতে না পারার হতাশা রয়েছে তার।

তিনি বলেন, ‘হাফ সেঞ্চুরির পর বেশি এগোতে না পারা সত্যিই হতাশার। হাফ সেঞ্চুরিকে আমি সেঞ্চুরিতে পরিণত করতে চেয়েছিলাম। পরের ইনিংসে মানসিকতা ঠিক রেখে আরও ভালো করার চেষ্টা করব।’

এবার বোলিংয়ে নিজেদের সেরা স্পিনার কর্নওয়ালে আশা দেখছেন ব্ল্যাকউড।  সেটাই স্বাভাবিক।  বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া সাফল্য পেয়েছেন কর্নওয়াল।  আজ দিনের প্রথম উইকেটটিও গেছে সেই কর্নওয়ালের দখলে।

বাংলাদেশকে বড় লিড নিতে না দিয়ে দ্রুত ব্যাটিংয়ে নেমে পড়াই লক্ষ্য ব্ল্যাকউডের।

এ বিষয়ে উইন্ডিজ সহ-অধিনায়ক বলেন, ঘণ্টা ও সেশন ধরে আমাদের এগোতে হবে, পরিকল্পনা করতে হবে…আমি জানি, ক্রেইগ, ক্যাম্পবেল, এনক্রুমা রানের জন্য ক্ষুধার্থ। কাইল মেয়ার্স, মোজলিও রান করতে চায়। যখন জয়ের সুযোগ আসবে আমরা অবশ্যই এর জন্য চেষ্টা করব।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: