বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রিটেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে হামাস

 প্রকাশিত: ২১:১২, ১ ডিসেম্বর ২০২১

ব্রিটেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে হামাস

সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করায় ব্রিটেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে হামাস।  

সম্প্রতি ফিলিস্তিনের এই প্রতিরোধকামী সংগঠনটিকে ব্রিটেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে এবং দেশটিতে কেউ প্রকাশ্যে এই সংগঠনকে সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

গত সোমবার হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা মারজুক বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন। হামাসের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে মারজুক বলেন, ‘ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সবকিছু করবো। ’

তিনি বলেন, ‘ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহাল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি। ’

গত নভেম্বর ব্রিটিশ সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। এর মাধ্যমে মূলত তারা আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে যুক্ত হলো। এসব দেশ হামাসকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠনটি ফিলিস্তিনিদের অধিকার আদায়ে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর লড়াই করেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: