বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট গড়া হচ্ছে এশিয়ায়

 প্রকাশিত: ১৫:৪৪, ১৫ নভেম্বর ২০২০

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট গড়া হচ্ছে এশিয়ায়

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই বৃহত্তম বাণিজ্যিক জোট গড়া হচ্ছে এশিয়ায়। এই জোটে যোগ দিচ্ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তত ১৫টি দেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে হতে চলেছে এই জোটের অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) চুক্তি। এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য বড় আঘাত এবং চীনের অর্থনৈতিক প্রতিপত্তি আরো বৃদ্ধি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সংবাদমাধ্যম রয়টার্স বলছে, ২০১৭ সালে এই চুক্তি হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেখান প্রত্যাহার করে নেন। এরপর তা পিছিয়ে যায়। তাছাড়া যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হওয়ার কারণে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটাই কমে যাবে। তবে লাভ হচ্ছে চীনের।

জানা যায়,  এই জোটের সদস্য হিসেবে আসিয়ানভুক্ত ১০টি দেশ ছাড়াও এই চুক্তিতে সই করছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চুক্তিটিতে ভারতের যোগ দেয়ার কথা থাকলেও গত বছর তারা আলোচনা থেকে বেরিয়ে আসে। মুক্তবাণিজ্যের প্রসারে আগামী কয়েক বছরের মধ্যেই বিভিন্ন খাতের শুল্ক কমাবে জোটভুক্ত দেশগুলো।

অর্থনৈতিক সেবা বিষয়ক সংস্থা আইএনজির বৃহত্তর চীন অঞ্চলের শীর্ষ অর্থনীতিবদ আইরিস প্যাং বলেন, বিদেশি বাজার ও প্রযুক্তির ওপর চীনের নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে দিতে পারে আরসিইপি।

বৈশ্বিক অর্থনীতি এবং মোট জনসংখ্যার ৩০ শতাংশ থাকবে এই জোটের অধীনে। প্রায় ২২০ কোটি ভোক্তার বাজারও থাকবে আরসিইপির দখলে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: