শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবি

 প্রকাশিত: ১৫:২১, ১০ জুন ২০২০

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবি

ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। মোট ৫৩ জন অবৈধ অভিবাসী নিয়ে ইতালি যাচ্ছিল নৌকাটি। এর বেশিরভাগ যাত্রীই ছিলেন আফ্রিকান। পথিমধ্যে নৌকা ডুবে যাওয়ায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। 

গত বছর অভিবাসনের উদ্দেশ্যে সাগর পাড়ি দিতে গিয়ে তিউনিশিয়ার জারজিস উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৮৬ জন। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম চারমাসে তিউনিশিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রচেষ্টা ১৫০ গুণ বেড়ে গেছে।

গত মাসে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে একদল অভিবাসীর ওপর পাচারকারীদের নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৩০ জন। যার ২৬ জনই ছিলেন বাংলাদেশি, বাকি চারজন আফ্রিকান। এ ঘটনার পর বিশ্বজুড়ে ফের আলোচনায় উঠে আসে অভিবাসন সমস্যা। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: