বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

ব্যাংকে লেনদেনের সময় বাড়লো

 প্রকাশিত: ১৮:০৮, ৩০ মে ২০২১

ব্যাংকে লেনদেনের সময় বাড়লো

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধ বা লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে আগের মতোই সীমিত পরিসরে ব্যাংকগুলো খোলা থাকবে। তবে এই এক সপ্তাহ লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

সোমবার (৩০ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ নতুন এক নির্দেশনা জারি করে এ তথ্য জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: