মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিশরের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন জো বাইডেন

 প্রকাশিত: ১৫:৪৯, ২৫ মে ২০২১

মিশরের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন জো বাইডেন

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-কে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার টেলিফোনে আলাপকালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় তাকে এই ধন্যবাদ দেন বাইডেন। 

এ সময় দুই নেতা টানা ১১ দিনের যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সেখানে আরো বেশি সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন তারা।

ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে নিজের দল ডেমোক্র্যাট পার্টির সমালোচনার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। এছাড়া বিশ্বব্যাপিও নানাভাবে সমালোচনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন।

গত শুক্রবার মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি হয়। এছাড়া গত সপ্তাহে যুদ্ধক্ষেত্র গাজার সংস্কারে ৫শ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: