বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বৈরুতে বিস্ফোরণের পর নিখোঁজ বাংলাদেশির তথ্য পাওয়া গেছে

 প্রকাশিত: ১১:২৪, ৯ আগস্ট ২০২০

বৈরুতে বিস্ফোরণের পর নিখোঁজ বাংলাদেশির তথ্য পাওয়া গেছে

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর যে বাংলাদেশি নিখোঁজ ছিলেন তাকে একটি হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাংলাদেশ দূতাবাস থেকে এই তথ্য নিশ্চিত করা জানানো হয়েছে।

‘বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ রাশেদ বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন,’ জানিয়ে দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তাকে হারুন হাসপাতালে শনিবার মৃত অবস্থায় পাওয়া গেছে।’ রাশেদের পাসপোর্টের তথ্য থেকে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

বৈরুতে গত মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ মোট ১০৮ জন প্রবাসী আহত হন। মারা গেছেন ৫ জন। আহত বাংলাদেশি প্রবাসীরা দেশটির তিনটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিস্ফোরণের ওই ঘটনায় বিভিন্ন দেশের ১৫৮ জন নিহতের পাশাপাশি ৬ হাজার মানুষ আহত হয়েছেন। এমন ‘দুর্ঘটনার’ জন্য দেশটির সাধারণ মানুষ সরকারকে দায়ী করে রাস্তায় নেমেছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: