শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বৈরুত মিছিলে গুলিবর্ষণের ঘটনায় জড়িত এক স্নাইপার চিহ্নিত

 প্রকাশিত: ২০:০০, ১৮ অক্টোবর ২০২১

বৈরুত মিছিলে গুলিবর্ষণের ঘটনায় জড়িত এক স্নাইপার চিহ্নিত

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সমর্থকদের মিছিলে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হন ৬০ জনের বেশি।

১৪ অক্টোবর ওই মিছিলে গুলিবর্ষণের ঘটনায় জড়িত এক স্নাইপারকে চিহ্নিত করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যম পার্স টুডের প্রতিবেদনে এ কথা জানানো হয়।  

ওই প্রতিবেদনে বলা হয়, লেবাননের সিনিয়র সাংবাদিক হোসেন মুর্তজা টুইটে বলেছেন, হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সমর্থকদের ওপর গুলি চালানো অন্যতম ব্যক্তি হলেন শুকরি আবু সা’ব। লেবাননের নিরাপত্তা বাহিনীর এই সদস্য এখন মার্কিন দূতাবাসে কর্মরত। হোসেন মুর্তজা মার্কিন দূতাবাসের ওই কর্মীর ছবিও প্রকাশ করেছেন।

এর আগে ১৪ অক্টোবর হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সর্মথকরা বৈরুতের প্যালেস অফ জাস্টিসের দিকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালানো হয়।

২০২০ সালে বৈরুত বন্দরে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের তদন্তকে রাজনীতিকীকরণের প্রতিবাদে ওই মিছিল বের করা হয়। বৈরুত বিস্ফোরণে দুইশর বেশি মানুষ নিহত হয়েছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: