শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

বৈরুত থেকে ফিরলেন ৭১ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক

 প্রকাশিত: ১৯:৪২, ১২ আগস্ট ২০২০

বৈরুত থেকে ফিরলেন ৭১ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক

লেবাননের রাজধানী বৈরুতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর ১টি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে পাঠানো মানবিক ও ত্রাণ সহায়তা হস্তান্তর করা হয়েছে। পরে বুধবার সকালে বিমানটি ফেরার সময় লেবানন থেকে ৭১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে। 

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত হয়েছিল এই মিশন।

যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা বিমান পরিবহন সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা প্রদানের জন্য জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা নিরূপণের জন্য একটি কারিগরি মূল্যায়নকারী দলকে বিমান বাহিনীর সি-১৩০ পরিবহন বিমানের মাধ্যমে লেবাননে পাঠানো হয়েছিলো।

উল্লেখ্য, ফিরতি পথে বিমানটি বৈরুত থেকে ৭১ জন প্রবাসী বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: