শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বেলফোর ঘোষণায় ব্রিটেনের বিরুদ্ধে ফিলিস্তিনের মামলা

 প্রকাশিত: ১৭:০৭, ২৫ অক্টোবর ২০২০

বেলফোর ঘোষণায় ব্রিটেনের বিরুদ্ধে ফিলিস্তিনের মামলা

বেলফোর ঘোষণার কারণে ব্রিটেনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিস্তিন। ১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল নামক রাষ্ট্র সৃষ্টি করার উদ্যোগ নেয় ব্রিটেন।

গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের ফিলিস্তিনি আইনজীবীরা এ উদ্যোগ নেন। তারা জানিয়েছেন, ব্রিটেনের পক্ষ থেকে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল সৃষ্টির উদ্যোগ নেয়ার কারণেই আজ ফিলিস্তিনিদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আইনজীবীরা বলেন, বেলফোর ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু কোনো ঘোষণা ছিলো না বরং ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সনদ ছিলো। তারা অন্যায় ও অবিচারকে অবলম্বন করে এই পর্যন্ত এসেছে।

এর মাধ্যমে শতকরা ৯৩ ভাগ ফিলিস্তিনি মুসলমানের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। যেসময় ইসরায়েল সৃষ্টি করা হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে মাত্র সাত ভাগ ইহুদির বসবাস ছিলো।

মামলার আইনজীবীরা আরো বলেছেন, ব্রিটিশের কারণেই ফিলিস্তিনিদের এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাদের কারণেই ইহুদিবাদী ইসরায়েল প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন ও বর্বরতা চালানোর সুযোগ পেয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: