বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বেতাগীতে যুবলীগ নেতার ৩ বছরের কারাদণ্ড

 প্রকাশিত: ১১:১৩, ২০ জানুয়ারি ২০২১

বেতাগীতে যুবলীগ নেতার ৩ বছরের কারাদণ্ড

মাদক মামলায় বরগুনার বেতাগী উপজেলায় যুবলীগ নেতা মো. সোহেলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মো. সোহেল হাওলাদার বেতাগীর হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার এক ঘণ্টার জেরা শেষে বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট মো. রাসেল মজুমদার এ রায় প্রদান করেন। এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জানা যায়, ২০১৭ সালে ৩ জুন ২০ পিস ইয়াবাসহ নিজ এলাকায় সোহেলকে গ্রেফতার করে পুলিশ। পরে এসআই(উপ-পরিদর্শক) মো. ইব্রাহীম মাদকদ্রব্য আইনে বাদী হয়ে মামলা রুজু করেন। এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়।

এক মাস পর জামিনে মুক্তি পায় সোহেল। তিন বছর পর মঙ্গলবার মামলার রায়ে তাকে তিন বছরের সাজা প্রদান করা হয়। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগরে হাজতি হিসেবে রয়েছেন।

এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সেলিনা খাতুন ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিমল কান্তি গুহু।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: