শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

স্বাভাবিক জীবনে ফিরছে সংযুক্ত আরব আমিরাত

 প্রকাশিত: ১২:২১, ২৭ জুন ২০২০

স্বাভাবিক জীবনে ফিরছে সংযুক্ত আরব আমিরাত

করোনা মহামারিতে ৯০ দিনের বিধিনিষেধ শেষে, সংযুক্ত আরব আমিরাত জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। শপিং মল, রেস্তোরাঁ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন, মেট্রো সব আগের সময় অনুযায়ী খুলে দেয়া হয়েছে। 

দুবাই ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। কিন্তু সেখানকার বাসিন্দাদের অবশ্য এখনো কোভিড -১৯ এর বিস্তার থেকে সুরক্ষা পেতে সব সতর্কতামূলক পদক্ষেপগুলো মেনে চলতে হবে।

এখন আরব আমিরাতের বাসিন্দারা যে কোনো সময় আগের মতো অবাধে যাতায়াত করতে পারবেন। তবে আগের নিয়ম অনুযায়ী রাজধানীতে প্রবেশের বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। সেক্ষেত্রে আবুধাবি থেকে বেরিয়ে আসার জন্য অবশ্য কোনো অনুমতির প্রয়োজন নেই।

বাইরে বেরোনোর ​সময় মাস্ক ব্যবহার সবার জন্য বাধ্যতামূলক। দুবাইয়ের জাতীয় জরুরী সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবাইকে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে। এমনকি আইন না মানলে দৃঢ় ব্যবস্থা নেয়া হবে।

সংযুক্ত আরব আমিরাত জুড়ে গত ১৮ জুন থেকে ১২ বছরের কম বয়সী শিশুদের মল ও রেস্তোঁরাগুলোতে অনুমতি যাওয়ার দেয়া হয়েছে। তবে দুবাইয়ের মসজিদ ও মন্দিরগুলো পুনরায় খোলার বিষয়ে আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষিত হয়নি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: