বুধবার ১৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বিষাক্ত রসায়নিক পদার্থ ঢেলে নষ্ট করে দেওয়া হলো ফিলিস্তিনিদের পানি

 প্রকাশিত: ১২:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বিষাক্ত রসায়নিক পদার্থ ঢেলে নষ্ট করে দেওয়া হলো ফিলিস্তিনিদের পানি

বিষাক্ত রসায়নিক পদার্থ মিশিয়ে ফিলিস্তিনিদের পানি ও জমীন সিঞ্চনের পানি নষ্ট করে দেওয়া হয়েছে৷ রসায়নিক পদার্থের বিষাক্ত প্রতিক্রিয়ায় পানির সাভাবিক রঙ বদলে গিয়ে লাল নীল ও খয়েরি রঙে রূপান্তরিত হয়৷

পানি বিষাক্ত হওয়ায় ফিলিস্তিনিরা চরম পানি সংকটে ভুগছে বলে গত (রবিবার ২১ ফেব্রুয়ারি ) এ্যারাবিক অরটি ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে৷

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে পানির চিত্রগুলো ফুটে ওঠেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ী ঝর্ণা বেয়ে আসা পানিগুলো বিভিন্ন রঙে প্রবাহিত হচ্ছে৷ যার মধ্য থেকে একটি নালার পানি একেবারে রক্তের মতো লাল দেখাচ্ছে৷ ভিডিওটি ফিলিস্তিনের অধিবাসী সহ বিশ্ব মুসলিমের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি করেছে৷ সোশ্যাল মিডিয়াগুলোতে নিন্দার ঝড় বইছে৷এমন ঘৃণিত কাজ ইসরাইলই করতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কেননা অঞ্চলটিতে দখলদাল ইসরাইল প্রায়ই নাশকতামূলক কর্মকাণ্ড চালায়৷

স্থানীয় সূত্র জানায়, রামাল্লার পূর্বাঞ্চলের ‘ওয়াদি আন-নাব’আর’ ঝর্ণার পানি বিভিন্ন নালা বেয়ে “ওয়াদি কারাওয়াত বনি যায়েদ” নামক গ্রাম ও সেখানকার কৃষী জমীনগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হতো৷ এবং পার্শ্ববর্তী গ্রামের জমীগুলোর দিকে এর পানির প্রবাহ ও অব্যাহ ছিলো৷ গ্রামের লোকেরা এই পানি পান করতো এবং তাদের ক্ষেত সিঞ্চন করতো৷

এদিকে, গত শনিবার কারাওয়াত বনি জায়েদের গ্রাম কাউন্সিল নিজস্ব ফেসবুক পেজে একটি বিবৃতিতে জানায়, বর্তমান যেই পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে, তা রসায়নিক পদার্থ ঢেলে পানি বিষাক্ত করে দেওয়ার কারণেই ঘটেছে৷ ফলে গ্রামের অধিবাসিরা মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যে বিষাক্ত পানির প্রাভাবটা নালার পাশের গাছগুলোতে পরিলক্ষিত হচ্ছে৷ দেখা যাচ্ছে বেশকিছু গাছের পাতা কেমন চুপসে গেছে৷

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: