বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

ব্রেকিং

জাপানে কোলেস্টেরল কমানোর ওষুধ খেয়ে দু’জনের মৃত্যু, হাসপাতালে ১০০ ঈদের ছুটির আগে সব সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত নোয়াখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলী হামলায় নিহত ১২ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে : শিক্ষামন্ত্রী ইসরায়েলের ট্যাংক গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে গাজায় হতাহতের সংখ্যা অনেক বেশি: ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন যশোরে গ্রেফতার গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ; হতাহত অনেক

আন্তর্জাতিক

বিশ্বে প্রথম দুই হাত ও কাঁধ প্রতিস্থাপন

 প্রকাশিত: ১৫:০০, ২৭ জানুয়ারি ২০২১

বিশ্বে প্রথম দুই হাত ও কাঁধ প্রতিস্থাপন

প্রায় দুই দশক আগে এক সড়ক দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সম্প্রতি অপারেশন করে তার দুটি হাত ও কাঁধ প্রতিস্থাপন করা হয়েছে। এরপর ৯ দিন পেরিয়ে গেলেও তার কোনো মারাত্মক জটিলতা দেখা দেয়নি। বরং আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। 

গলফ নিউজর প্রতিবেদন অনুসারে, আইসল্যান্ডের ফেলিক্স গ্রেটারসন বিশ্বে প্রথম মানুষ, একই সঙ্গে যার কাঁধ ও দুই হাত প্রতিস্থাপন করা হয়েছে।

তবে চিকিৎসকরা বলেছেন, তিনি সুস্থ হলেও কতটা নড়াচড়া করতে পারবেন তা এখনো অনিশ্চিত।

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিয়নে তার অপারেশন করানো হয়েছে। অপারেশনে নেতৃত্ব দিয়েছেন সার্জন আরাম গাজারিয়ান। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, কোনো মানুষ যখন সবই হারান, তখন তাকে সামান্য উপহার দিতে পারাও অনেক কিছু। যদি তিনি তার কনুই ভাঁজ করতে পারেন তাহলে এটা হবে জীবন পাল্টে দেয়ার মতো ঘটনা।

গ্রেটারসন একজন ইলেকট্রিশিয়ান। তিনি ১৯৯৮ সালের ১২ই জানুয়ারি উচ্চ ভোল্টেজ শক্তি সংবলিত একটি লাইনে কাজ করছিলেন। এ সময় লাইনে ছিল ১১,০০০ ভোল্টেজ। এর সংস্পর্শে তার দুই হাত পুড়ে যায়। এক পর্যায়ে তিনি ছিটকে পড়েন বরফে আচ্ছাদিত মাটিতে। বেশকিছু ক্ষত দেখা দেয় তার শরীরে। এগুলো শরীরের উপরিভাগে যেমন, তেমনি তা শরীরের ভিতরেও। গ্রেটারসন তিন মাস কোমায় ছিলেন। এ সময়ে চিকিৎসকরা তার দুটি হাতই গোড়া থেকে কেটে ফেলেন। এর বাইরেও তার বেশকিছু অপারেশন করানো হয়। এমনকি তার লিভারও প্রতিস্থাপন করা হয়।

হাত প্রতিস্থাপনে কিংবদন্তি হিসেবে পরিচিত জ্যাঁ-মাইকেল দুবারনার্ড একটি সম্মেলনে যোগ দিতে হাজির হয়েছিলেন রেইকজাভিকে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন গ্রেটারসন। তিনি তার কাছে জানতে চান, তার হারানো হাতের স্থানে প্রতিস্থাপন করা সম্ভব কিনা। 

গ্রেটারসনের স্ত্রী সিলউইয়া শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রেটারসনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল হাত প্রতিস্থাপনের অপারেশন। তবে সিলউইয়া কখনো মনে করেননি গ্রেটারসনের সত্যিকার কোনো অপারেশন প্রয়োজন আছে। কারণ, তিনি কোনো কিছু মিস করছিলেন না। তবে গ্রেটারসনকে স্বপ্ন দেখান ওই ডাক্তার। তারা মিলে কয়েক বছর ধরে সুবিধামতো ডোনার খুঁজছিলেন। এসব প্রক্রিয়ায় জড়িত করা হয় প্রায় ৫০ জন মেডিকেল স্টাফকে। চারটি সার্জিক্যাল টিম যুক্ত করা হয়। তারা ডোনার এবং গ্রহীতার মধ্যে অঙ্গ সংগ্রহ করা এবং তা প্রতিস্থাপনের জন্য সময় সর্বনিম্নে নামিয়ে আনার চেষ্টা করেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: