বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বিশ্বে করোনায় প্রায় ২৫ লাখ মানুষের মৃত্যু

 প্রকাশিত: ১০:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বিশ্বে করোনায় প্রায় ২৫ লাখ মানুষের মৃত্যু

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বিশ্বের ১১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৩০৮ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৪ লাখ ৯৬  হাজার ৬৫০ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮৫১ জন।

বুধবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৭১৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৪ হাজার ৯৯৬ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯২ লাখ ১২ হাজার ৫১৭ জন।    

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ২৯ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৭ লাখ ২৪ হাজার ১৪৪ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ২ লাখ ৬০ হাজার ৬২১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৪৮ হাজার ৬৪৬ জনের। তবে ৯২ লাখ ১৫ হাজার ১৬৪ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ আর মৃত্যুর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮৯ হাজার ১৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৪ হাজার ৪৭ জন। এরই মধ্যে ৩৭ লাখ ৩৯ হাজার ৩৪৪ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে পঞ্চম ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৩৪ হাজার ৬৩৯ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২১ হাজার ৩০৫ জন। আর সুস্থ হয়েছেন ২৬ লাখ ৬ হাজার ৯৯৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: