মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

বিশ্বসেরা হিসেবে নাম লিখিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার

 প্রকাশিত: ১৩:২৩, ১২ জুন ২০২১

বিশ্বসেরা হিসেবে নাম লিখিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার

বিশ্বের সেরা হিসেবে নাম লিখিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। বিশ্বের সবকটি পুঁজিবাজারকে পেছনে ফেলে চলতি বছরের মে মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিশ্বের সেরা পুঁজিবাজারের স্থান দখল করেছে। 

ফ্রন্টিয়ার জার্নালের সম্প্রতি এক প্রতিবেদন অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অর্থাৎ গত মে মাসে ডিএসইর বিনিয়োগকারীরা মুনাফা বা রিটার্ন পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ। আর এ কারণেই সেরা পুঁজিবাজারের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিএসই।

এতে আরো বলা হয়েছে, এছাড়া পাকিস্তান ৮ দশমিক ৫ শতাংশ এবং ভিয়েতনাম ৭ দশমিক ২ শতাংশ, চায়না ৬ দশমিক ৬ শতাংশ, ফিলিপাইনস ৫ দশমিক ৩ শতাংশ, কাজাকিস্তান ৪ দশমিক ৭ শতাংশ, শ্রীলংকা ২ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ড শূন্য দশমিক ৬ শতাংশ, ইন্দোনেশিয়া শূন্য দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রিটার্নের দিক দিয়ে বিশ্বের সেরা পুঁজিবাজারের তালিকায় উঠে আসে ডিএসইর নাম। এর ফলে তৃতীয়বারের মতো ডিএসই বিশ্বসেরা পুঁজিবাজারের তালিকায় উঠে এলো।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: