বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোকে শর্ত সাপেক্ষে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে

 প্রকাশিত: ১৭:৩৬, ১ জুন ২০২১

বিশ্ববিদ্যালয়গুলোকে শর্ত সাপেক্ষে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে শর্ত সাপেক্ষে সরাসরি ও অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হয়েছে।

মঙ্গলবার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তবে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিলের পরামর্শে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ এর টিকার আওতায় নিয়ে আসাসহ চারটি সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকাল সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

সভার শুরুতে শিক্ষামন্ত্রী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম সচল রাখা এবং খুলে দেয়ার বিষয়ে ভবিষ্যত করণীয় নিয়ে তার বক্তব্য দেন। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল ও নিরাপদ রাখার স্বার্থে বাস্তবতার নিরিখে উল্লেখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: