শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিলুপ্ত হচ্ছে ১৭৮ এসপি-এএসপি পদ

 প্রকাশিত: ০৯:১০, ১৮ অক্টোবর ২০২১

বিলুপ্ত হচ্ছে ১৭৮ এসপি-এএসপি পদ

কৃষি নীতি সহায়তা ইউনিট কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০-এর অনুমোদন দিচ্ছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। এছাড়া পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কার করা হচ্ছে। বিদ্যমান জনবল কাঠামো পরিবর্তন করে নিম্ন পর্যায়ের ক্যাডার পদের সংখ্যা কমানো প্রস্তুাব উখাপন করা হচ্ছে। তার পরিবর্তে বাড়তি উচ্চপদ সৃষ্টি করা হচ্ছে। এ জন্য বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার (এসপি) ও সহকারী পুলিশ সুপারের (এএসপি) ১৭৮টি পদ বিলুপ্ত করা হবে। এছাড়া ১৬টি বিষয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ভার্চুয়াল সভায় এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কমিটির অনুমোদন পেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি হলেই পূর্বের বিভিন্ন ইউনিটের এসপি ও এএসপির ১৭৮টি পদ বিলুপ্ত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-অধিশাখার কার্যপত্রে বলা হয়, পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কার করা হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: