শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

বিকাশ প্রতারণা হতে সাবধান ! বিকাশের কল সেন্টারের নম্বর ক্লোন

 প্রকাশিত: ১৮:২৮, ৫ অক্টোবর ২০২০

বিকাশ প্রতারণা হতে সাবধান ! বিকাশের কল সেন্টারের নম্বর ক্লোন

বিকাশ অফিস থেকে কাস্টমার ম্যানেজার বলছি, এভাবেই শুরু। আরেক সহযোগী বিকাশের দোকানদার সেজে গ্রাহককে কল দিয়ে বলা হয় ভুলে টাকা চলে গেছে। সাধারণ কোনো নম্বর থেকে নয়। এখন বিকাশের কল সেন্টারের নম্বর ক্লোন করে চলছে অভিনব প্রতারণা।

রাজধানী কিংবা এর আশপাশ ছাড়িয়ে বিকাশ প্রতারণার কেন্দ্রস্থল এখন ফরিদপুরের মধুখালীতে। সেখানে বসে প্রতারণার কাজ করছে একটি চক্র। কল সেন্টারের নম্বর ক্লোন, অঙ্কের ধাঁধায় ফেলে গ্রাহকের পিন নম্বর হাতিয়ে নেয়ার কাজ। এরপর শুরু হয় প্রতারণা।

এই চক্রের মূলহোতা সালমান ও টিটু। তাদের সহযোগিতা করে আকাশ ও নয়ন। এছাড়া মোহাজ্জেল ও লিটন ঢাকা থেকে টাকা তুলে পাঠিয়ে দেয় ফরিদপুরে। দোকান থেকে রেজিস্ট্রার খাতার পাতার ছবি তুলে দেয় রানা। 

ডিবি পুলিশ সূত্র বলছে, এ কাজে ব্যবহার করা হয় আইফোন। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা কর্মকাণ্ডের পুরোটাই তদারকি করা হয় ফরিদপুরের মধুখালী থেকে। বিকাশ কল সেন্টারের নম্বর ক্লোন করা ছাড়াও ধাঁধায় ফেলে গ্রাহকের গোপন পিন নম্বরও বের করে নিচ্ছে এই প্রতারক চক্র।

গত ২৯ সেপ্টেম্বর মধুখালী থেকে চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, মো রানা খান, মো. লিটন, মো. নয়ন শেখ, মো. টিটু মোল্লা, মো. সালমান মোল্লা, আকাশ শেখ, মো. মোয়াজ্জেম হোসেন, মো. রহিম ও মো. তানজিল। এ সময় তাদের থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি আইফোনসহ ১০টি মোবাইল, ৩৭টি সিম ও ১টি প্রোবক্স গাড়ি উদ্ধার করা হয়।  

যেভাবে গ্রাহকদের বোকা বানানো হয়:

শুরুতেই বিকাশ দোকানদার সেজে গ্রাহকের কাছে ফোন করে জানতে চাওয়া অতিরিক্ত কোনো অর্থ তার বিকাশ অ্যাকাউন্টে গিয়েছে কি না। এ সময় না বুঝে অনেকেই টাকাও দিয়ে দেন। আর যারা বিষয়টি বুঝে ফেলেন তাদেরকে বলা হয় বিকাশ অফিস থেকে তাকে ফোন করা হবে। সঙ্গে এসএমসে জানানো হয় তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ডিবির হাতে গ্রেফতারের পর তাদের প্রতারণার কৌশল সম্পর্কে এভাবেই বর্ণনা করেন প্রতারকরা। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: