বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরান, চীন ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ

 প্রকাশিত: ১৬:১৮, ২৫ জুলাই ২০২০

ইরান, চীন ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইরান, চীন ও রাশিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে দাবি করছে মার্কিন সরকার। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স সেন্টারের পরিচালক উইলিয়াম ইভানিনা এক বিবৃতিতে এ দাবি উত্থাপন করেন। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা রক্ষা করা হবে মার্কিন গোয়েন্দা বিভাগগুলোর প্রধান দায়িত্ব।

ইভানিনা বলেন, রাশিয়া, ইরান ও চীন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দিয়ে মার্কিন জনগণের দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এসব দেশ এভাবে মার্কিন ভোটারদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত করতে চায়।

এর আগেও মার্কিন কর্মকর্তাদের একই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান, বেইজিং ও মস্কো।

পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের অভিযোগ উত্থাপন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের পক্ষে সহানুভূতি আদায় করা হচ্ছে ওয়াশিংটনের মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে একাধিক নির্ভরযোগ্য জনমত জরিপে দেখা গেছে ট্রাম্প তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: