মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেছেন ফিলিস্তিনিরা

 প্রকাশিত: ২১:৩২, ২৫ জুন ২০২১

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেছেন ফিলিস্তিনিরা

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের হাতে আটক মানবাধিকারী কর্মী ও সংসদ সদস্য প্রার্থী নিজার বানাতের মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েছেন অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। ব্যাপক নির্যাতনের মাধ্যমে নিজার বানাতকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেছেন।

বুধবার রাতে অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন স্বশাসন কর্তৃপক্ষের কঠোর সমালোচক নিজার বানাত। এ সময় তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। বানাতকে হাজতে নেওয়ার পর তার স্বাস্থ্য পরিস্থিতি খারাপ হতে থাকে। তখন তাৎক্ষণিকভাবে তাকে হেব্রন সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।

৪৩ বছর বয়সী নিজার বানাতকে নির্যাতনের মাধ্যমে হত্যা করার প্রতিবাদে  মাহমুদ আব্বাসের দফতরের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বৃহস্পতিবারও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তারা। তবে স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তায় বাহিনী বিক্ষোভকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: