বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনায় ১৩ কোটির বেশি মানুষ ক্ষুধার কবলে পড়বে

 প্রকাশিত: ১৮:৩১, ১৪ জুলাই ২০২০

করোনায় ১৩ কোটির বেশি মানুষ ক্ষুধার কবলে পড়বে

করোনা মহামারির কারণে এ বছর আরো ১৩ কোটি ২০ লাখ মানুষ চরম ক্ষুধার কবলে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গতকাল সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, এতে ২০৩০ সালের ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য পূরণ হবে না। এদিকে বিশ্বে করোনার আগের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০১৯ সালে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিলো ৬৯ কোটি। যা বিশ্ব জনসংখ্যার ৮ দশমিক ৯ ভাগ। যা এর আগের বছরের চেয়ে ১ কোটি বেশি। এসব মানুষের বেশিরভাগই এশিয়া ও আফ্রিকার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে গত বছরের চেয়ে এবার নতুন করে ১৩ কোটি ২০ লাখের বেশি মানুষ চরম ক্ষুধায় ভুগবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩শ কোটি মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। এটা অপুষ্টিতে ভোগার অন্যতম কারণ। জনগণকে পুষ্টিকর খাবার সরবরাহ করতে সরকারগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে করোনার আগে মানুষ যে স্বাভাবিক জীবনযাপন করেছে, অদূর ভবিষ্যতে তেমন দিন ফিরে আসার কোনও সম্ভাবনা দেখছে না বিশ্ব সাস্থ্য সংস্থা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: