বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিচার

বান্দরবানে অতিবৃষ্টিজনিত কারণে পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিখোঁজ

 প্রকাশিত: ০৯:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২১

বান্দরবানে অতিবৃষ্টিজনিত কারণে পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিখোঁজ

 গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার সাংগাই ত্রিপুরা পাড়ায় অতিবৃষ্টিজনিত কারণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন।

এদিকে বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার জগদীশ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  বলেনঃ এ ঘটনায় নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা (৪০), তার কন্যা বিনীতা ত্রিপুরা (১২) ও পুত্র প্রদীপ ত্রিপুরা (৫)কে রাত সাড়ে ১১টায়ও খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, পার্শ্ববর্তী জুম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে সরকারি পর্যায়ে উদ্ধার অভিযান শুরু করবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: