শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

বাতাসে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে করোনাভাইরাস।

 প্রকাশিত: ১৬:৩২, ৮ মে ২০২১

বাতাসে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে করোনাভাইরাস।

বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণ হয় মূলত নাক-মুখ বা চোখের মাধ্যমে। সংক্রমিত ব্যক্তির খুব কাছে এলে তার মুখ বা নাক থেকে ছিটে আসা সামান্য কয়েকটা ফোঁটাও ছড়াতে পারে কোভিড। এ কারণে করোনা রোগীর থেকে অন্তত দু’মিটার বা ছ’-সাত ফুট দূরে থাকা উচিত। না হলে সংক্রমিতের শরীর থেকে ভাইরাস ঢুকে পড়তে পারে আর একজনের শরীরে। তখন তার শরীরেও মাথা ব্যথা, জ্বর, কাশির মতো উপসর্গ দেখা দিতে পারে। আবার উপসর্গ না থাকলেও সংক্রমিত হতে পারেন যে কেউ।

করোনা আক্রান্ত কারও হাঁচি, কাশি থেকে বাতাসে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। এ কারণেই একে অপরের থেকে দুই মিটার দূরত্ব রেখে চলাফেরা করতে বলা হচ্ছে বারবার। পরতে বলা হচ্ছে মাস্ক। যাতে কারও শ্বাসের মাধ্যমে বাতাসে ভাইরাস ছড়ালেও তা আরেকজনের শরীরে ঢুকতে না পারে।

তবে একজন থেকে দু'মিটার দুরত্ব বজায় রাখতে কেন বলা হচ্ছে তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। বিজ্ঞানীদের মতে, বাতাসে থাকলেও এই ভাইরাস বেশি দূর এগোতে পারে না।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: