শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

বাণিজ্যিক উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা চাইলো এফবিসিসিআই

 প্রকাশিত: ০৯:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২১

বাণিজ্যিক উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা চাইলো এফবিসিসিআই

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ) আয়োজিত অ্যানুয়াল বিজনেস সামিটে এ আহবান জানিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের মধ্েয ব্যবসায়িক যোগাযোগ শক্তিশালী করার আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে মো. জসিম উদ্দিন বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১ লাখ ৮৭ হাজার কোটির বেশি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: