শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

বিনোদন

বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের দুবাই ভ্রমণে নতুন নিয়ম

 প্রকাশিত: ২২:২৮, ১৬ অক্টোবর ২০২০

বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের দুবাই ভ্রমণে নতুন নিয়ম

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাইতে ভ্রমণকারী যাত্রীদের উপর নতুন নিয়ম আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। আর এ নিয়মের আওতায় রয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশের যাত্রীরা। এখন থেকে পাঁচটি দেশের মানুষকে ‘রাউন্ড ট্রিম্প’ বা ‘রিটার্ন টিকিট’ নিয়ে দুবাইতে ঢুকতে হবে।

বৃহস্পতিবার দুবাই কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে বিষয়টি গাফল নিউজকে জানিয়েছে  এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্টরা।

সংবাদ মাধ্যমটি জানায়, মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া কয়েকশ যাত্রীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপর নতুন নিয়ম কার্যকর করতে এয়ারলাইন্স এং ট্রাভেল এজেন্টকে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল থেকে টুরিস্ট ভিসায় আসা যাত্রীদের দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও আল মাখতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করতে রাউন্ড ট্রিপ (আসা-যাওয়া) টিকেট লাগবে।

এয়ারলাইন কোম্পানিগুলোকে কর্তৃপক্ষ জানায়, এ পাঁচ দেশ থেকে টুরিস্ট ভিসায় আসা যেসব যাত্রীর কাছে রিটার্ন টিকেট থাকবে না, তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর এ খরচ এয়ারলাইনসগুলোকেই বহন করতে হবে।

ট্রাভেল এজেন্টরদের কর্তৃপক্ষ জানান, এ পাঁচ দেশের টুরিস্ট ভিসার যাত্রীদের অন্তত দুই হাজার দেরহাম থাকতে হবে।

এদিকে দুবাইতে ভারত ও পাকিস্তানের দূতাবাসের দাবি, রিটার্ন টিকেট সঙ্গে না থাকায় কয়েকশ যাত্রীকে ভারত ও পাকিস্তানে পাঠানো হয়েছে।
 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: