শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দিচ্ছে কোভ্যাক্স

 প্রকাশিত: ১৫:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দিচ্ছে কোভ্যাক্স

বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দিচ্ছে কোভ্যাক্স। চলতি বছরের প্রথমার্ধেই কোভ্যাক্স থেকে বাংলাদেশ সোয়া এক কোটি ডোজ করোনা ভ্যাকসিন পেতে পারে বলে জানা গেছে। এটি ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা বলেও জানিয়েছে কোভ্যাক্স।

ডনের একটি প্রতিবেদন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন কোভ্যাক্স বুধবার বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যায় জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কোভিড-১৯ টিকা পেতে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হল কোভ্যাক্স; যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকার টিকা কিনে তা দিয়ে টিকাদান শুরু করলেও কোভ্যাক্স থেকে কোন টিকা পাওয়া যাবে, তা অনিশ্চিত ছিল। তবে কোভ্যাক্সের প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই পাচ্ছে।

করোনাভাইরাস প্রতিরোধে যেসব টিকা এরমধ্যে তৈরি হয়েছে, তার মধ্যে তুলনামূলকভাবে অক্সফোর্ডের টিকাই বাংলাদেশে সংরক্ষণ সহজ।

এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন এখনো দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনো তাদের মূল্যায়নের প্রক্রিয়ায় রয়েছে এই টিকা।

কোভ্যাক্স বলেছে, এই সময়ের মধ্যে অন্য টিকা পাওয়া গেলে বিভিন্ন দেশের জন্য তালিকায় উল্লেখ করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সংখ্যা বদলানো হতে পারে। বছরের প্রথম তিন মাসের মধ্যেই ফাইজার-বায়োএনটেকের টিকার ১২ লাখ ডোজ পাওয়ার আশা করছে কোভ্যাক্স।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: