শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

জনগণের সুবিধার জন্য স্মার্ট বাসস্ট্যান্ড চালু করেছে দক্ষিণ কোরিয়া

 প্রকাশিত: ১৫:৫১, ১৪ আগস্ট ২০২০

জনগণের সুবিধার জন্য স্মার্ট বাসস্ট্যান্ড চালু করেছে দক্ষিণ কোরিয়া

করোনার সংক্রমণের মধ্যে সাধারণ জনগণের সুবিধার জন্য স্মার্ট বাসস্ট্যান্ড চালু করেছে দক্ষিণ কোরিয়া। বাসে ওঠার আগে দেখে নেয়া যাবে যাত্রীদের শরীরের তাপমাত্রা। নির্দিষ্ট তাপমাত্রার বেশি হলে বাসে উঠা যাবে না।

পাশাপাশি ভাইরাস নিস্ক্রিয় করার জন্য রাখা হয়েছে আলট্রাভায়োলেট ল্যাম্প। এই বিশেষ ধরনের ১০টি আধুনিক বাসস্ট্যান্ড চালু করা হয়েছে সিওলে। বাসস্ট্যান্ডে রয়েছে স্মার্ট স্ক্রিন, থার্মাল ইমেজ ক্যামেরাসহ একাধিক সুবিধা। এমনকি ফ্রি ওয়াই ফাইয়ের সুবিধাও রয়েছে।

সকল যাত্রীদের তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইট এর নিচে আছে কিনা, তা পরীক্ষার জন্য থার্মাল ক্যামেরা স্মার্টস্ট্যান্ডে লাগানো আছে। শিশুদের জন্য আলাদা থার্মাল ইমেজ ক্যামেরা রয়েছে।

ওই বাসস্ট্যান্ডে কোনো যাত্রী প্রবেশ করলে এয়ার কন্ডিশন সিস্টেমের সঙ্গে থাকা ইউভি ল্যাম্প সব ধরনের জীবাণু মেরে ফেলবে। পাশাপাশি ওই স্ট্যান্ডের ভেতরে সকলকে নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়াতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: