শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

বরগুনায় আগুনে পুড়ে ছাই ১৪ দোকান

 প্রকাশিত: ১০:০২, ২৬ মার্চ ২০২১

বরগুনায় আগুনে পুড়ে ছাই  ১৪ দোকান

বরগুনায় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই । এতে ক্ষতিগ্রস্ত  আরও একটি দোকান। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে বরগুনার হাসপাতাল রোডে এ অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, এখানকার একটি লন্ড্রির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুন লাগে। সেখান থেকে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের উপ-সহকারী পরিচালক মামুন জানান, আমরা পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এখানে ছুটে আসি। কিন্তু কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: