শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিজ্ঞান

নজরকাড়া নতুন ফিচার আসছে আইফোনে

 প্রকাশিত: ১৬:১৩, ১১ জুন ২০২১

নজরকাড়া নতুন ফিচার আসছে আইফোনে

প্রথমবারের মতো আইওএস ১৫ নিয়ে বিস্তারিত ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এতে বেশ কয়েকটি শক্তিশালী হালনাগাদ ফিচার আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন স্বাদ যুক্ত করবে।

প্রথমবারের মতো আইওএস ১৫ নিয়ে বিস্তারিত ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এতে বেশ কয়েকটি শক্তিশালী হালনাগাদ ফিচার আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন স্বাদ যুক্ত করবে।-খবর টেকক্রাঞ্চের
সোমবার (৭ জুন) বৈশ্বিক ওয়ার্ল্ডওয়াইড ডেভলপারস কনফারেন্সে এমন ঘোষণা দিয়েছেন অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট ক্রেইগ ফেডারিগি। তিনি বলেন, আইফোন এখন আমাদের অনেকের জীবনের অপরিহার্য অংশ হয়ে আছে। আমরা নতুন আইওএস ১৫ উন্মুক্ত করতে যাচ্ছি। এতে বেশ কিছু নতুন ফিচার থাকছে।
তিনি বলেন, যারা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এর মাধ্যমে তাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকতে পারবেন। কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সুনির্দিষ্ট বিষয়ে আলোকপাত করা যাবে, তথ্য খুঁজে পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সহজেই আপনার চারপাশে দুনিয়াকে অন্বেষণ করতে পারবেন। চলতি বছরের শেষ দিকে আইওএস ১৫ বাজারে আসবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: