শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

ফের সারা বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে

 প্রকাশিত: ১০:৩৫, ৬ অক্টোবর ২০২১

ফের সারা বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে

 

 গত ২৪ ঘণ্টায়  বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত  বেড়েছে । এ ভাইরাসে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। আর নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি। ওয়াল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৬০৪ জন। আর মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৬৫৩ জন। এখন পর্যন্ত  বিশ্বে করোনা থেকে  সুস্থ হয়েছেন ২১ কোটি ৩৭ লাখ ২১ হাজার ৮৩৯ জন।

 বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে মারা গেছেন  ১ হাজার ৮১১ জন। এতে করে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭ লাখ ২৪ হাজার ৭২৮ জন।  

অন্যথায় ,২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এরইমধ্যে করোনার টিকাদান চালিয়ে যাচ্ছে বিশ্বের অনেক দেশ। কোন কোন দেশ বুস্টার ডোজও চালু করেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: