শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ফের টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা

 প্রকাশিত: ০৯:৩৫, ৯ জুলাই ২০২১

ফের টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা

জাপানের রাজধানী আগামী ২৩ জুলাই টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। করোনা আবহে নির্বিঘ্নে অলিম্পিক আয়োজনে সেখানে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয় জাপান সরকার।
এতে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিক গেমস শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী ১২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজধানী শহর টোকিওতে জরুরি অবস্থা চলবে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের বিভিন্ন প্রজাতির বিষয়টি এবং দেশের বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে জাপানে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট চলছে।

করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বাড়তে শুরু করেছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশে উঠেছে সেখানে। গত বছর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল অলিম্পিক গেমস। ফলে এক বছর পিছিয়ে দেওয়া হয় গেমসের সূচি। কিন্তু এ বছরও কমেনি ভাইরাসের প্রকোপ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: