শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে টিকা না নিলে বন্ধ করা হবে মুঠোফোন

 প্রকাশিত: ০৯:৪৭, ১২ জুন ২০২১

পাকিস্তানের পাঞ্জাবে টিকা না নিলে বন্ধ করা হবে মুঠোফোন

পাকিস্তানে চলছে মহামারি করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে কড়া বিধিনিষেধ আরোপের পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করেছে দেশটির সরকার। তবে এরপরও টিকা নিতে আগ্রহী নন অনেকেই। এই পরিস্থিতিতে দেশটির পাঞ্জাব প্রদেশ কর্তৃপক্ষ টিকা নিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের শাস্তি হিসেবে তাদের মুঠোফোনের সিম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার এই ঘোষণা দেয়া হয়। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পাকিস্তানে টিকা নিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের শাস্তি প্রদানের ঘোষণা এটিই প্রথম নয়। এর আগে সিন্ধু প্রদেশের সরকার জানায়, সরকারি কর্মকর্তারা টিকা নিতে অস্বীকৃতি জানালে জুলাই থেকে তারা বেতন পাবেন না। করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে পাঞ্জাবের প্রাদেশিক সরকার নড়েচড়ে বসেছে। পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ এটি। কিন্তু সেখানে টিকা নেয়ার হার খুবই কম।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: