বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফলোঅনের শংকা নিয়ে দিন শুরু করবে বাংলাদেশ

 প্রকাশিত: ০৯:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১

ফলোঅনের শংকা নিয়ে দিন শুরু করবে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে লজ্জার হারের পর ঢাকা টেস্টেও সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৭১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। দিনশেষে দলের স্কোর ৪ উইকেটে ১০৫। ফলোঅন এড়াতে আরও ১০৫ রান চাই। ঘরের মাঠে গত এক দশকে কখনো ফলোঅন করতে হয়নি বাংলাদেশকে। এই রেকর্ডটা ধরে রাখার দায়িত্ব গতকাল শেষ বিকেলে পালন করেছেন মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন। আজ নতুন দিনের শুরু থেকে তাদের কাঁধেই গুরুদায়িত্ব।

দ্বিতীয় দিন শেষে ৩০৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলোঅনের শংকা তো আছেই। টেস্ট সিরিজ বাঁচাতে প্রবল চাপে পড়ে যাওয়া বাংলাদেশের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ। ফলোঅন এড়িয়ে উইন্ডিজের বিপক্ষে লিড নেওয়া আরও কঠিন। সেই দায়িত্বটা উইকেটে থাকা দেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ওপর। ৬১ বলে ২৭ রানে অপরাজিত আছেন মিস্টার ডিপেনডেবল। মুশফিককে সঙ্গ দেওয়ার জন্য আছেন ৬১ বলে মাত্র ৬ রান করা মোহাম্মদ মিঠুন।

উইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪০৯ রানের জবাবে ৪ উইকেটে ১০৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। দলের পুরো টপ অর্ডার ধসে পড়েছে। পুরো টপ অর্ডার ধসে পড়েছে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাজে শটে ফিরেন সৌম্য সরকার (০)। আরেক তরুণ নাজমুল হোসেন শান্তও ব্যর্থতার পরিচয় দেন। একটি বাউন্ডারিতে ৪ রান করে গ্যাব্রিয়েলের ফিরতি ওভারে ক্যাচ তুলে দেন এনক্রুমা বোনারের হাতে। ১১ রানে ২ উইকেট হারানোর পর তামিম ইকবালের সঙ্গে অধিনায়ক মুমিনুল হক জুটি গড়ার চেষ্টা করেন। তাদের জুটি যখন জমে গিয়েছে, তখন রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে জসুয়া ডি সিলভার গ্লাভসবন্দি হয়ে ফিরেন করা মুমিনুল (২১)। তামিম ইকবালও (৪৪) পরের ওভারেই আলজেরি জোসেফের বলে ক্যাচ তুলে দেন মোজলের হাতে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: