শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরাসি পণ্যবয়কট ও দূতাবাস ঘেরাও আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত

 প্রকাশিত: ২৩:২০, ২৭ অক্টোবর ২০২০

ফরাসি পণ্যবয়কট ও দূতাবাস ঘেরাও আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশের ইসলামি দল ও সংগঠনগুলোর  ফরাসি পণ্য বয়কট ও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচী আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্বের অনেক গণমাধ্যমে ওঠে আসে বাংলাদেশের বিক্ষোভের খবর।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সিতে শিরোনাম করা হয়, ‘ফ্রান্স বয়কটের আন্দোলন বাংলাদেশে গতি পেয়েছে’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে, ‘হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে’। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শিরোনাম করেছে, ‘বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।’

আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশে  হাজার হাজার বিক্ষোভকারী ঢাকায় ফ্রান্সের দূতাবাসের দিকে যাত্রা শুরু করে। এ সময় সবাইকে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, ঢাকায় আন্দোলনকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

ছবি: আল জাজিরা।

ফ্রান্স২৪ বলছে, পুলিশের ধারণা ৪০ হাজার লোক বিক্ষোভে অংশগ্রহণ করেছে। ঢাকায় ফ্রান্সের দূতাবাস অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাঁদের বাধা প্রদান করে। কোনো রকম সহিংসতা ছাড়াই পুলিশের বাধার মুখে তারা ঘেরাও কর্মসূচি মাঝপথে সমাপ্ত করতে বাধ্য হন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: