শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা

 প্রকাশিত: ০৮:৫৭, ২১ জুন ২০২১

কুষ্টিয়ায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার (২০ জুন) মধ্যরাত থেকে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ৭দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার (২০ জুন) রাত থেকে শুরু হওয়া এই লকডাউন আগামী রোববার (২৭ জুন) পর্যন্ত চলবে। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

কুষ্টিয়ায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি রোববার (২০ জুন) এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এ লকডাউন ঘোষণা করেন।

জেলা প্রশাসক জারি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, লকডাউনে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা, শপিং মল, দোকান, রেস্টুরেন্ট, চায়ের দোকান বন্ধ থাকবে।

এছাড়াও পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, জন্মদিন, বিবাহোত্তর, পিকনিক পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান, সাপ্তাহিক হাট ও গরুর হাটসহ সব প্রকার জনসমাবেশ বন্ধ থাকবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: