বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

প্রবৃদ্ধি নয়, জীবন-জীবিকার বাজেট প্রত্যাশা সিপিডির

 প্রকাশিত: ১৮:১২, ৩১ মে ২০২১

প্রবৃদ্ধি নয়, জীবন-জীবিকার বাজেট প্রত্যাশা সিপিডির

মহামারি করোনাভাইরাসের এই কঠিন সময়ে নতুন বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব না দিয়ে জীবন ও জীবিকার উন্নয়নে গুরুত্ব দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অনুরোধ জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।

সেইসঙ্গে নতুন কর আরোপ না করে কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধ করতে জোরালো পদক্ষেপ নিতে বলেছে সংস্থাটি। সিপিডি বলেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেটে নীতি পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির চিন্তা থেকে বেরিয়ে বৈষম্য রোধ ও সুষম বণ্টনের দিকে মনোযোগ দিতে হবে।

সোমবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে প্রতি বছরের মতো নতুন বাজেটকে সামনে রেখে ‘জাতীয় অর্থনীতির পর্যালোচনা ও আসন্ন বাজেট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এমন সুপারিশ করেছে সংস্থাটি।
 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: